B.M : 23080

H.M : 1500

Degree : 2515

EIIN : 126762

History

ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ, গোদাগাড়ী উপজেলা। এর এক দিকে র্কীতিনাশা পদ্মা আর মহাআনন্দে বয়ে যাওয়া মহানন্দা নদী। অন্য দিকে বিস্তৃত  পরিধিতে উঁচু-নিচু বরেন্দ্র জনপদ। এ দুয়ের মাঝে সর্বংসহা প্রকৃতিতে গোদাগাড়ীর অবস্থান। গোদাগাড়ীর পরিশ্রমী মানুষ যেমন মাটির বুক চিরে রচনা করেছে এ অঞ্চলের সমাজ ও সভ্যতার ইতিহাস, তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধে এখানকার সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ভূমিকা প্রশংসার দাবীদার। গোদাগাড়ী প্রাচীন জনপদ এবং ব্যবসা- বাণিজ্য সফল এলাকা হলেও রূঢ় বাস্তবতা হচ্ছে এই যে, হযরত শাহসুলতান (রহঃ), হযরত গোলাম মহিউদ্দীন (রহঃ), হযরত আলিকুলি বেগ (রহঃ) এবং শ্রী চৈতন্য দেবের সুযোগ্য ভাবশিষ্য বৈঞ্চব সাধক নরোত্তম দাস ঠাকুর সহ কতিপয় আধ্যাত্মিক সাধক ও জ্ঞান তাপসের স্মৃতি বিজড়িত বরেন্দ্র ভূমির প্রাণ কেন্দ্র উপজেলা সদরে ১৯৮৪ খ্রিস্টাব্দের পূর্বে উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে গোদাগাড়ী সদর সংশ্লিষ্ট মহিষালবাড়ী এলাকায় ১৯৭৩ খ্রিস্টাব্দে মহিউদ্দীন কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হলেও এর কাযক্রম এগুতে পারেনি। ফলে বন্ধ হয়ে যায় মহিউদ্দীন কলেজ নামক প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম। ১৯৮৪ খ্রিস্টাব্দে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় এবং আ:ফ: জি: বলিকা উচ্চ বিদ্যালয়ের সমন্বিত উদ্যোগে অনুষ্ঠিত পুনর্মিলনীর সার্থক সফল গোদাগাড়ী কলেজ। সংশ্লিষ্ট এলাকার দানবীর ব্যক্তি, সমাজহিতৈষী, শিক্ষাবিদ এবং সর্বসাধরনের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত গোদাগাড়ী কলেজ। এ প্রসঙ্গে যাঁদের নাম অগ্রগণ্য তাঁরা হলেন দানবীর হারুবাবুর সহধর্মীনি স্বগীয় অনিমা মজুমদার, প্রয়াত অধ্যক্ষ(অবঃ) বেলায়েত আলী, সাবেক আইজিপি ড.এম এনামূল হক, সাবেক মন্ত্রি প্রয়াত ব্যারিস্টার মো: আমিনুল হক, বিশিষ্ট আইনজীবি প্রয়াত এখলাক হোসেন, বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডা: গোলাম মোর্তজা হাসান চুনু , প্রয়াত চেয়ারম্যান মহিউদ্দীন প্রমুখ। সূচনা লগ্ন থেকেই বিস্তীর্ন এলাকার শিক্ষার্থী এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এ কলেজ। এর অন্যতম কারণ গোদাগাড়ী সদরের সাথে উপজেলার অন্যান্য এলাকার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার কতিপয় ইউনিয়নের সহজ যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও শুরুতে দূরের শিক্ষার্থীদের লজিং এর ব্যবস্থা করেছিল কতিপয় সমাজ মনস্ক ব্যক্তি। এ কলেজ থেকে লব্ধ জ্ঞানের মাধ্যমে অনেক শিক্ষার্থী ইযশস্বী হয়েছেন। যারা দেশ বিদেশে সুযশ ও সুখ্যাতির ধারা অব্যাহত রেখেছে। গোদাগাড়ী কলেজ আজ সরকারি কলেজ হিসেবে অনার্স, ডিগ্রি (পাস), এইচ.এস.সি এবং এইচ.এস.সি(বিএম) শাখা নিয়ে উপজেলার প্রতিনিধিত্বকারী এবং সুপ্রতিষ্ঠিত কলেজ হিসেবে সুপরিচিত।