B.M : 23080
H.M : 1500
Degree : 2515
EIIN : 126762
অধ্যক্ষের বাণী
প্রাচীন ঐতিহ্যের ধারক গোদাগাড়ী উপজেলা। এখানে শুয়ে আছেন ইসলামের প্রচারক শাহ সুলতান (রহ:) এবং আলিকুলী বেগ (রহ:)। এ উপজেলার বিজয় নগরে প্রতিষ্ঠিত ছিল প্রাচীন বিজয় সেনের রাজাদের রাজধানী। উন্নত চিন্তাধারা ও সাধারণ জীবনধারায় অভ্যস্ত, এলাকার প্রসারিত মনের কতিপয় বিদোৎসাহী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্ঠা এবং দানবীর জমিদার হারুবাবুর প্রিয়তমা স্ত্রী স্বর্গীয়া অনিমা মজুমদারের দানকৃত জমির উপর প্রকৃতির এক মনোরম পরিবেশে ১৯৮৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় গোদাগাড়ী সরকারি কলেজ। সেই ক্ষুদ্র পরিসরের চাটাই ঘেরা টিন শেডের গোদাগাড়ী কলেজ আজ এলাকার শিক্ষা বিস্তারে অগ্রদুৎ হিসেবে পরিগনিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব সরকার ২০১৮ খ্রিস্টাব্দে এক প্রজ্ঞাপন বলে গোদাগাড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ গোদাগাড়ী কলেজকে সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন যা বর্তমানে গোদাগাড়ী সরকারি কলেজ হিসেবে অত্র উপজেলায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। তথ্য প্রযুক্তি সম্বলিত আধুনিক শিক্ষা ব্যবস্থা, দক্ষ প্রশাসন ও অভিজ্ঞ মেধাবী শিক্ষকদের অবদানে এই শিক্ষা প্রতিষ্ঠান আজ সমৃদ্ধ। অত্র কলেজে বাংলা, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে অনার্স কোর্স , বিএ, বিএসএস, বিএসসি, বিবিএ ডিগ্রি পাস কোর্সে ২১টি বিষয় এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সর্বমোট ২৬টি বিষয় সহ এইচএসসি (বিএম) শিক্ষা ক্রমের তিনটি ট্রেড চালু রয়েছে। অত্র কলেজের বিজ্ঞান গবেষনাগার ও কেন্দ্রীয় লাইব্রেরী বেশ সমৃদ্ধ। বিজ্ঞান মনস্ক ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করার জন্য বিজ্ঞান গবেষনাগার গুলো যথা সম্ভব সমৃদ্ধ করা হয়েছে। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরীতে বর্তমানে ১৪,০০০ বই সন্নিবেশিত রয়েছে। লেখাপড়ার পাশাপাশি সহপাঠ শিক্ষা কার্যক্রমের যথেষ্ট সুযোগ রয়েছে এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিষয় ভিত্তিক সহপাঠ্য ক্রমের অনুশীলন চলমান। মেধা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে আধুনিক জ্ঞান সম্পন্ন, দেশপ্রেমিক ও মনুষ্যত্ব মেধাসম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ গড়ায় আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের কল্যাণে কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার মনোন্নয়নে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদ পাশাপাশি নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে ক্লাস গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও অভ্যন্তরীন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য লাইব্রেরী ও শ্রেণীকক্ষ সহ কলেজ চত্ত্বর সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কলেজের সকল বিভাগ, অফিস, লাইব্রেরীকে অপটিক ফাইবার সংযোগের মাধ্যমে ব্রডব্র্যান্ড-এর আওতাভূক্ত করা হয়েছে। গোদাগাড়ী সরকারি কলেজের ডায়নামিক ওয়েবসাইট টি তথ্যপ্রযুক্তির আধুনিকতম সংযোজন। শিক্ষাবিষয়ক তথ্যাদি সার্বজনীন করার এ প্রচেষ্ঠা সকল শিক্ষার্থীর মেধাকে বিকশিত করবে বলে আশা করছি। এ কলেজের সকল শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির সংস্পর্শে বিকশিত হোক, এ শুভ কামনা রইল।
মোঃ মাসুদুল হক সিদ্দিকী
অধ্যক্ষ
গোদাগাড়ী সরকারি কলেজ
গোদাগাড়ী, রাজশাহী।